দোকানের মালিক জমসের (৪২) থানায় দায়েরকৃত অভিযোগে জানান, দুপুর ১টা দিকে তিনি দোকানে তালা লাগিয়ে বিপরীত পাশে অবস্থিত মসজিদে জুম্মার নামাজ আদায় করতে যান। প্রায় আধা ঘণ্টা পর, দুপুর ১টা ৩০ মিনিটে মসজিদের ভেতরের মুসল্লিরা তাকে জানান যে তার দোকানে চুরি হয়েছে।
তাৎক্ষণিক তিনি দোকানের সামনে এসে দেখেন তালা ভাঙা। পরে সার্টার খুলে ভেতরে প্রবেশ করলে দেখতে পান দোকানের সবকিছু তছনছ অবস্থায় পড়ে আছে। কাচের সোকেসে থাকা ৮৮টি স্বর্ণের আংটি এবং ২৫টি গলার চেইন, মোট প্রায় ২৮ ভরি স্বর্ণ চুরি হয়েছে। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫৬ লাখ টাকা।
জমসের আরও জানান, দুপুর ১টা থেকে ১টা ৩০ মিনিটের মধ্যে চোরেরা দোকানের দু’টি তালা ভেঙে গোপনে প্রবেশ করে স্বর্ণালঙ্কার নিয়ে যায়। পরিবারের সঙ্গে আলোচনা করে থানা আসতে বিলম্ব হওয়ায় কিছুটা দেরিতে অভিযোগ দায়ের করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
এ ঘটনায় কেরাণীগঞ্জ মডেল থানা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।