ভূমিকম্প ও অগ্নী নির্বাপনে শিক্ষার্থীদের নিয়ে প্রশিক্ষণ ও  মহড়ার আয়োজন

মামুন অর রশিদ

নারায়ণগঞ্জ বন্দর উপজেলা ফায়ার স্টেশন কর্তৃক আরবান কমিনিটি ভলেন্টিয়ার টিমের সহযোগিতায় গত ১০ই ডিসেম্বর ২০২৫ইং বেলা ১২:৩০ মিনিটে বন্দর গার্লস হাই উচ্চ এন্ড কলেজের শিক্ষার্থীদের ভূমিকম্পে করণীয় বিষয়ক আলোচনা করা হয় এবং অগ্নী নির্বাপন সম্পর্কে আলোচনা ও বাস্তব অনুশীলন করানো হয়। সেই সাথে হটলাইন নম্বর ১০২ প্রচারণা করা হয়।

ভূমিকম্প ও অগ্নী নির্বাপনে শিক্ষার্থীদের নিয়ে প্রশিক্ষণ ও  মহড়ার আয়োজন

 এ সকল শিক্ষার্থীদের ভুমিকম্পের আগে এবং ভূমিকম্পের পরে করনীয় সম্পর্কে আলোচনা করা হয় এবং অগ্নিনির্বাপণ করা শেখানো হয়। স্থানে জনবলের সংখ্যা ০৭ জন, প্রশিক্ষণার্থীর সংখ্যা ১২০ জন ছিল।

এসময় উপস্থিত ছিলেন বন্দর উপজেলা ফায়ার স্টেশন অফিসার জনাব সঞ্জয় খান স্যার, ফায়ার ফাইটার সহ আরবান কমিনিটি ভলেন্টিযার।