রাবিতে ঠাকুরগাঁও জেলা সমিতির নতুন কমিটি গঠন

রাবি প্রতিনিধি:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ঠাকুরগাঁও জেলা সমিতির কমিটি হস্তান্তর ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন রাবির ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মো. আজিজুর রহমান, আর সহ–সভাপতির দায়িত্ব পেয়েছেন আরবি বিভাগের শিক্ষার্থী মো. আবু বক্কর সিদ্দিক।

আজ রবিবার (৭ ডিসেম্বর) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের জগদীশচন্দ্র বসু একাডেমি ভবনের ৪২০ নং কক্ষে এ কমিটি হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন, সাধারণ সম্পাদক হিসেবে মোছা. নাজনীন আকতার নিশা (দর্শন বিভাগ), কোষাধ্যক্ষ ড. মো. তৌফিক আনাম আজাদ (ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সায়েন্স) এবং যুগ্ম সাধারণ সম্পাদকদের মধ্যে রয়েছেন জেবা, রকিবুল, রিফাত, রানা ও অন্যান্য।

এছাড়াও সাংগঠনিক সম্পাদক হিসেবে মাহিন, সহ-সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, অর্থ সম্পাদক নাঈম, প্রচার সম্পাদক শামীম, শিক্ষা বিষয়ক সম্পাদক আসাদ, ক্রীড়া বিষয়ক সম্পাদক কাজল, এবং সংস্কৃতি বিষয়ক সম্পাদক তামান্না। এছাড়াও উপদেষ্টা মণ্ডলীতে আছেন ড. মো. খালেকুজ্জামান, ড. মো. নজরুল ইসলাম সহ অন্যান্য বিশিষ্ট শিক্ষকমণ্ডলী।

নতুন কমিটি সম্পর্কে ফার্মেসি বিভাগের অধ্যাপক ও কমিটির নতুন সভাপতি ড. মো. আজিজুর রহমান অনুভূতি প্রকাশ করে বলেন, কমিটির দায়িত্ব নেওয়া যেমন চ্যালেঞ্জিং, তার চেয়েও বড় চ্যালেঞ্জ সেটি যথাযথভাবে পালন করা। অনেকে মনে করেন কমিটি থেকে কিছু পাওয়া যায় না—এটা ঠিক নয়। পাওয়া যায়, তবে সেটা আদায় করে নিতে হয়। ৩০০ কিলোমিটার দূর থেকে এখানে একত্র হওয়ার মূল উদ্দেশ্য হলো একে অপরকে জানা, সহযোগিতা করা। নতুন কমিটির দায়িত্বপ্রাপ্তদের প্রতি আমি আহ্বান করে বলতে চাই, তারা যেন নিজের অবস্থান থেকে জেলা সমিতিকে এগিয়ে নিতে জন্য সর্বোচ্চ চেষ্টা করে।

আরবি বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও নতুন কমিটির সহ–সভাপতি মো. আবু বক্কর সিদ্দিক বলেন, ঠাকুরগাঁও জেলা সমিতিকে আমি প্রথম থেকেই নিজের মনে করি, সবারই উচিত নিজের জেলাকে আপন করে নেওয়া। সারাদিনের ক্লাস শেষে নিজের এলাকার মানুষের সঙ্গে যদি মন খুলে কথা বলতে পারি তাতে যে প্রশান্তি পাওয়া যায়, তা অন্য কোথাও পাওয়া যায় না। আমি যেনো আমার অবস্থান থেকে জেলা সমিতিকে আমার সর্বোচ্চটা দিতে পারি সবাই দোয়া করবেন আমার জন্য।

অনুষ্ঠানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের শিক্ষক এবং ঠাকুরগাঁও জেলা সমিতির সাবেক সভাপতি অধ্যাপক ড. খালেকুজ্জামান নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, আমি যখন ১৯৮৬ সালে আসি এই জেলা সমিতি তখন থেকেই দেখছি। আমরা এক থাকলে আমাদের জেলার শিক্ষার্থীদের যেকোনো সমস্যা সহজেই সমাধান করা সম্ভব। এখানে কিছু পাওয়ার আশা নয়—দেওয়ার মনোভাব নিয়ে কাজ করতে হবে। একতা আমাদের সবচেয়ে বড় শক্তি, এবং সেই একতাই জেলা সমিতিকে এগিয়ে নেবে। নতুন কমিটিতে যারা দ্বায়িত্ব গ্রহণ করলো সবার প্রতি জানাই অভিনন্দন। তোমাদের হাত ধরেই আমাদের জেলা সমিতি আরও এগিয়ে যাক এটাই প্রত্যাশা।

জেলা সমিতির সাবেক সাধারণ সম্পাদক মারুফ হোসেন মিম জানান, শিক্ষকদের কাছ থেকে আমরা সবসময় প্রচুর সহযোগিতা পেয়েছি, আর সেটাই জেলা সমিতিকে আমাদের জন্য এক শান্তির জায়গা বানিয়েছে। এখানে নিজের ভাষায় কথা বলতে পারি, তাই ভালো লাগে। আমি বিশ্বাস করি, নতুন কমিটি আমাদের এই জেলা সমিতিকে আরও এগিয়ে নিয়ে যাবে। পরিশেষে একটা কথাই বলবো—জেলা সমিতিতে আমরা আসি ভালোবাসা থেকেই।

এসময় ঠাকুরগাঁও জেলা হতে রাবিতে অধ্যয়নরত বিভিন্ন সেশনের শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ করা হয়।