ⵏ মামুন অর রশিদ
এই উদ্যোগে আয়োজক হিসেবে সক্রিয় ভূমিকা পালন করেন সিঙ্গাপুর প্রবাসী নীরব হোসেন, মাসুম চৌধুরী, শাকিল আহমেদ, শামীম হোসাইন, আলসারিফ বাবু, জয়নাল আবেদীন, তাসরিফ খানসহ আরও অনেকে।
রক্তদান কর্মসূচিতে অংশ নেওয়া প্রবাসী বাংলাদেশিরা জানান, মানবিক এই উদ্যোগে অংশ নিতে পেরে তারা গর্বিত ও আনন্দিত। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, মহান মুক্তিযুদ্ধে শহীদ এবং জুলাই আন্দোলনের সব শহীদের স্মরণে এই রক্তদান কর্মসূচি উৎসর্গ করা হয়েছে।
আয়োজক ও রক্তদাতারা আরও বলেন, অংশগ্রহণ ও সাড়া ছিল অত্যন্ত উৎসাহব্যঞ্জক। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সমাজকল্যাণমূলক কার্যক্রম ধারাবাহিকভাবে চালিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
উল্লেখ্য, সিঙ্গাপুর রেড ক্রসের সহযোগিতায় স্বেচ্ছাসেবী সংগঠন Diaspora Alliance SG যৌথভাবে এই রক্তদান কর্মসূচির আয়োজন করে।
