২০২৬ ফিফা বিশ্বকাপের ড্র দেখবেন যেভাবে

আর মাত্র কয়েকটা মাস। তারপরই শুরু হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ও জনপ্রিয় ক্রীড়া আসর ফুটবল বিশ্বকাপ। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৬ সালের এই আসরে প্রথমবারের মতো খেলবে ৪৮ দল। এরমধ্যে ৪২টি দল ইতোমধ্যে খেলা নিশ্চিত করেছে। তবে গ্রুপিং ঠিক করার জন্য শুক্রবার (৫ ডিসেম্বর) ওয়াশিংটন ডিসিতে শুরু হলো জমকালো ড্র অনুষ্ঠান।

ড্র কোনো টেলিভিশন চ্যানেল সরাসরি সম্প্রচার করবে না। তবে দর্শকরা বঞ্চিত হচ্ছেন না। এই আয়োজন ফিফা তাদের অনলাইন মাধ্যমে প্রচার করবে। ফিফা+ স্ট্রিমিং প্ল্যাটফর্ম ও ফিফা ইউটিউব চ্যানেলে সম্পূর্ণ বিনামূল্যে এটি দেখা যাবে।

অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। পারফরম্যান্স আর আতশবাজির ঝলকানিতে উজ্জ্বল হবে ওয়াশিংটনের আকাশ, যা ছড়িয়ে পড়বে সারা বিশ্বে।