প্রধান অতিথি ঢাকা–৭ আসনের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মীর নেওয়াজ আলী নেওয়াজ।
রাজধানীর পুরান ঢাকা চক বাজার এলাকায় একটি হোটেল এই অনুষ্ঠানে সাইবার ইউজার দলের উদ্যোগ প্রতিটি ওয়াড,বিভিন্ন থানা গুলো কে এই দোয়া আয়োজন চালিয়ে যাওয়া জন্য অনুরোধ করেন মসজিদ ও মাদ্রাসা সহ সকল ধর্মমিয় প্রতিন্ঠান গুলোতে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
আজ মঙ্গলবার বাদ এশার নামাজের পরে চক বাজার থানা সাইবার ইউজার দল বেগম খালেদা জিয়ার জন্য সুস্থতা কামনায় দোয়ায় অংশ নেন। এসময় মীর নেওয়াজ আলী নেওয়াজ সকলের কাছে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করার আহ্বান জানান।
এছাড়া অংশ নেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মীর আশরাফ আলী আযম, ঢাকা মহানগর দক্ষিণ আহবায়ক কমিটির অন্যতম সদস্য আনোয়ার পারভেজ বাদল, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য ও সাবেক কমিশনার আবদুল আজিজ (২৩ নং ওয়ার্ড )সহ সাইবার ইউজার দলের উপস্থিত ছিলেন: মীর নেওয়াজ আলী নেওয়াজ,এস আলম রাজিব, এস আলম ইসরাত, এম সাফায়েত, মোবারক হোসেন, হাফেজ মনির হোসেন, মুহাম্মাদ জহির উদ্দিন, মামুন আহাম্মেদ , ডঃ রুহুল আমিন হাওলাদার, মোঃ আমিন খান, কারি ওয়ালিউল্লাহ, মুফতি মাওলানা দেলোয়ার হোসেন সহ অন্যান্ন নেতৃীবৃন্দ উপস্থিত ছিলেন।
