চকবাজারে সেনা অভিযানে বিপুলসংখ্যক আতশবাজি জব্দ

বাংলাদেশে বিদ্যমান আইন অনুযায়ী আতশবাজি, পটকা ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ রয়েছে। এর পাশাপাশি সরকার নতুন বছরের প্রাক্কালে থার্টি-ফাস্টের নাইটে এসব আতশবাজি বিক্রি ও ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে। এছাড়াও অন্তরবর্তীকালীন সরকার সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে শোক পালনের সময়ে সব ধরনের আতশবাজি, পটকা, ফানুস ও গ্যাস বেলুন ওড়ানো নিষিদ্ধ করেছে।

শোকের আবহে থার্টি-ফাস্টের রাতে আতশবাজি, পটকা নিষিদ্ধের প্রেক্ষিতে গতকাল রাতে চকবাজারে সেনাবাহিনীর বিশেষ অভিযানে ৩১১.৪ কেজি আতশবাজি এবং ১,০৫০টি ফানুশ জব্দ করে এক ব্যবসায়ীকে কে আটক করা হয়েছে।

গ্রেপ্তারকৃত ব্যক্তির দেওয়া তথ্য অনুযায়ী, জব্দকৃত আতশবাজি, পটকা ও বিস্ফোরকের সম্ভাব্য বাজারমূল্য প্রায় ৮ লক্ষ টাকা।

পরে তাকে চকবাজার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।