শোকের আবহে থার্টি-ফাস্টের রাতে আতশবাজি, পটকা নিষিদ্ধের প্রেক্ষিতে গতকাল রাতে চকবাজারে সেনাবাহিনীর বিশেষ অভিযানে ৩১১.৪ কেজি আতশবাজি এবং ১,০৫০টি ফানুশ জব্দ করে এক ব্যবসায়ীকে কে আটক করা হয়েছে।
গ্রেপ্তারকৃত ব্যক্তির দেওয়া তথ্য অনুযায়ী, জব্দকৃত আতশবাজি, পটকা ও বিস্ফোরকের সম্ভাব্য বাজারমূল্য প্রায় ৮ লক্ষ টাকা।
পরে তাকে চকবাজার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
