চাইথোয়াইমং,রাজস্থলী, রাংগামাটি প্রতিনিধি: রাজসস্থলী তে যথাযোগ্য মর্যদায় মহান বিজয় দিবস পালন করেছে, উপজেলা প্রশাসন  উদ্যেগের জমকালো  অায়োজনের মধ্য দিয়ে এ বছর রঙ বেরঙ সাজিয়ে মহান বিজয় দিবস পালন করছে রাজস্থলী উপজেলার সর্বস্তরের মানুষ,(১৬ইং ডিসেম্বর)  সোমবার  দিবসের শুরুতে ৩১ বার তোপধনী ও শহিদ মিনারে ফুল দিয়ে  লাখো শহিদের প্রতি শ্রদ্ধাঞ্জলী  মাধ্যমে দিবসের অনুষ্টান মালা শুরু হয়েছে। ভোরের সূূর্য অালো ফোটার সাথে সাথে  জাতীয় শ্রেষ্ট সন্তানর বীর মুক্তিযোদ্ধা প্রশাসন  সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্টান রাজনৈতিক দল  শহিদমিনারে পুস্পমাল্য অর্পন করে শহিদের স্বরন করেন,এনপর জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা পরিষদ ও প্র্রশাসন ,, এলাকাবাসীকে বিজয় দিবসের শুভেচ্ছা বানী প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ ছাদেক,সহ জনাব,উবাচ মারমা উপজেলা চেয়ারম্যান বতৃক্তা করেন। এতে,পুলিশ ওঅানসার বাহিনীর  সুসজ্বিতদল এর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থীদের মনোমুগ্দর শরীর চর্চা প্রদর্শন অনুষ্টান কে প্রানবন্তর করে তুলে, জাতীয় শ্রেষ্টবীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।