রাজস্থলী, রাংগামাটি, প্রতিনিধি।
সারা দেশের ন্যায়ে এক সাথে রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন অনুষ্ঠান শুক্রবার (১০ জানুয়ারী২০২০)বিকাল ৪ ঘটিকার সময় উপজেলা গনমিলনায়াতনে জাতীয় সংগীত ঢাকা হতে সম্প্রচারিত প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করা হয়েছে।
প্রধানমন্ত্রী কর্তৃক মুজিববর্ষের
কর্মসূচী শুভ উদ্বোধন অনুষ্ঠান সরাসরি প্রদর্শন ও আনন্দে মূখরিত সাংস্কৃতিক অনুষ্ঠান শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা, এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শেখ ছাদেক, রাজস্থলী থানা অফিসার্স ইনচার্জ মফজল আহম্মদ খান, ওসি তদন্ত সৈয়দ ওমর ফারুক,উপজেলা আওয়ামীলীগ সাধারণসম্পাদক পুচিংমং মারমা, প্রাথমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, যুব উন্নয়ন কর্মকর্তা সবিনয় চাকমা, কৃষি অফিসার হাসিবুল হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রবিউল ইসলাম,
সমাজসেবা কর্মকর্তা আবু জাফর,
ওসি এলএসডি আবু নাঈম ভূইয়া, উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি এস,এম,আলাউদ্দীন, উপজেলা মহিলা আওয়ামীলীগ সভাপতি লংবতি ত্রিপুরা সহ জনপ্রতিনিধি, সাংবাদিকবৃন্দ, সরকারি ও বেসরকারি কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ছাত্রছাত্রী, এলাকার গম্যমান্য ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
আগামীকাল শনিবার সকাল সাড়ে ১০ ঘটিকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ২০২০ বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসকে সামনে রেখে এক আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়।