রাজস্থলী রাংগামাটি প্রতিনিধি- আজ ২৯ ফেরুয়ারী ২০২০ বিকাল ৪ টায়  রাংগামাটি জেলা শিল্পকলা একাডেমি রুমে পার্বত্য চট্রগ্রাম আদিবাসী লেখক ফোরাম উদ্যেগের আলোচনা সভা ও মাতৃভাষায় কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়েছে।
শেষার্ধে বিভিন্ন জনগোষ্ঠী রা কবিতা আবৃক্তি পাঠ করেন। এতে উপস্থিত বিভিন্ন হতে আগত  প্রবীন সাহিত্যিক ও লেখক কবি রা উপস্থিত ছিলেন।