বাগেরহাটে মোরেলগঞ্জে জাতীয় ভোটার দিবস উপলক্ষে র্যালী সভা অনুষ্ঠিত
সোমবার, মার্চ ০২, ২০২০
শেখ সাইফুল ইসলাম কবির.বাগেরহাট:“ভোটার হয়ে ভোট দেব দেশ গড়ার অংশ নেব” এ প্রতিপাদ্য বিষয়ে সামনে রেখে বাগেরহাটের মোরেলগঞ্জে জাতীয় ভোটার দিবস ২০২০ উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১টায় উপজেলা চত্ত¡র থেকে র্যালীটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অফির্সাস ক্লাবে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাড. শাহ-ই আলম বাচ্চু।
উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন অফিসার মো. মোস্তফা কামাল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনর্চাজ কেএম আজিজুল ইসলাম, মাধ্যমিক অফিসার মো. আব্দুল হান্নান, কৃষি অফিসার রেহানা পারভীন, সমাজ সেবা অফিসার মো. রায়হান কবীর প্রমুখ