রাজস্থলী রাংগামাটি  প্রতিনিধি- রাজস্থলী তাইতং পাড়া সরকারি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও  পুরস্কারবিতরনী অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান উবাচ মারমা বলেন,,,উন্নত জাতি গঠনে শিক্ষার সাথে দীক্ষা ও  বিদ্যার সাথে বিনয় প্রয়োজন। মাননীয় প্রধান মন্ত্রী  ২০৪১ সাল নাগাদ বাংলাদেশ কে একটি উন্নত রাষ্ট্র রুপান্তর করতে চাই,।সে  উন্নত রাষ্ট্র রুপান্তর  করতে হলে উন্নত জাতি গঠন করতে হবে,,তিনি অারো বলেন,,শিক্ষার্থীরা নিজ দায়িত্ব বোধ থেকে  সু শিক্ষিত হতে হবে,জাতির জনক বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ বির্নিমানে কাজ করছে বর্তমান সরকার,,,অামাদের সন্তান রা বড় ডাক্তার হবে পুলিশ অফিসার হবে,,,সেনাবাহিনী হবে,সরকারি বড় কর্মকর্তা হবে,খেলাধুলার পাশা পাশি শিক্ষা অর্জন করে অামাদের দেশের সুনাম বয়ে অানবে,।এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন,,অনুষ্টানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার শেখ ছাদেক,,,, ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা,,থানা অফিসার ইনচার্জ মফজল অাহাম্মদ খান,,,প্রেস ক্লাব সভাপতি অাজগর অালী খান,,, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার বিভিষন চাকমা,,সিনিয়র শিক্ষক  জসিম উদ্দিন,,প্রমুখ।  পরে অতিথি বৃন্দ বিভিন্ন ইভেন্টের প্রতিযোগীদের মাঝে  পুরস্কার বিতরণ করেন।