কুড়িগ্রাম প্রতিনিধি : ১০-০৩-২০২০
কুড়িগ্রাম জেলায় এখনো করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া না গেলেও আগাম সতর্কতা অবলম্বনে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে করোনা ভাইরাস আইসোলেশন ওয়ার্ড স্থাপন করা হয়েছে।

এছাড়াও নিজেদের সুরক্ষা করে করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের কিভাবে সেবা প্রদান করা যাবে সে বিষয়ে ডাক্তার, নার্স ও সংশ্লিষ্টদের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর ও আইইসিসিআর কর্তৃক নির্দেশনা অনুযায়ী কাজ করছে 
এ ব্যাপারে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবু মোঃ জাকিরুল ইসলাম বলেন করোনা নিয়ে আতংকিত হওয়ার কিছু নেই   সবাইকে সতর্ক ও সচেতন হওয়ার পরামর্শ দেয়া হচ্ছে।