কুড়িগ্রাম প্রতিনিধি : ১১-০৩-২০২০
এখন পর্যন্ত কুড়িগ্রামে কোন মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়নি। তবু পথেঘাটে দেখা মিলছে মাস্ক পরিহিত আতঙ্কিত মানুষজন। সতর্কতার জন্য মানুষজন কিনতে চাইছেন মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার। কিন্তু ফার্মেসিগুলোতে ক্রেতারা পাচ্ছেন না মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার। কাপড়ের দোকান বা ফুটপাতে মাস্ক মিললেও গুনতে হচ্ছে কয়েকগুন বেশি টাকা।
সিভিল সার্জন ডা. মো. হাবিবুর রহমান জানিয়েছেন, আতঙ্কিত হবার কিছু নেই। স্বাস্থ্য বিভাগ থেকে করোনা আক্রান্ত মানুষের চিকিৎসার সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ১০ শয্যা বিশিষ্ট করোনা ভাইরাস আইসোলেশন ওয়ার্ড তৈরি করা হয়েছে।
ভক্সপপ: ক্রেতা, বিক্রেতা।
সট: ডা. মো. হাবিবুর রহমান, সিভিল সার্জন, কুড়িগ্রাম।