সমগ্র পৃথিবী জুড়ে তান্ডব চালাচ্ছে করোনাভাইরাস। বর্তমান সময়ে পারমানবিক বোমার চেয়েও আতঙ্কের নাম করোনাভাইরাস। বিশ্বজুড়ে প্রতিদিনই আক্রান্ত ও মারা যাচ্ছে হাজার হাজার মানুষ।
তবে আশা জাগানিয়া খবর হচ্ছে আক্রান্ত অনেক রোগী সুস্থ হয়ে বাড়িও ফিরছেন। একদিকে যেমন আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৩৭ হাজার, অন্যদিকে চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৮ হাজার ৮৮৪ জন রোগী।
শেষ খবর পাওয়া পর্যন্ত করোনার ছোবলে সারা বিশ্বে মোট আক্রান্ত তিন লাখ ৩৭ হাজার ৮৮১ জন এবং মৃতের সংখ্যা ১৪ হাজার ৪৪৪ জন।
তবে আশা জাগানিয়া খবর হচ্ছে আক্রান্ত অনেক রোগী সুস্থ হয়ে বাড়িও ফিরছেন। একদিকে যেমন আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৩৭ হাজার, অন্যদিকে চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৮ হাজার ৮৮৪ জন রোগী।
শেষ খবর পাওয়া পর্যন্ত করোনার ছোবলে সারা বিশ্বে মোট আক্রান্ত তিন লাখ ৩৭ হাজার ৮৮১ জন এবং মৃতের সংখ্যা ১৪ হাজার ৪৪৪ জন।
সমগ্র পৃথিবীর বিভিন্ন চিকিৎসকরা জানিয়েছেন, ভাইরাসটি মানুষ ও প্রাণীদের ফুসফুসে সংক্রমণ করতে পারে। ভাইরাসজনিত ঠান্ডা বা ফ্লুর মতো হাঁচি-কাশির মাধ্যমে মানুষ থেকে মানুষে ছড়িয়ে পড়ছে । ভাইরাসটিতে সংক্রমিত হওয়ার প্রধান লক্ষণগুলো হলো- শ্বাসকষ্ট, জ্বর, কাশি, নিউমোনিয়া ইত্যাদি। তাছাড়া শরীরের এক বা একাধিক অঙ্গ-প্রত্যঙ্গ নিষ্ক্রিয় হয়ে আক্রান্ত ব্যক্তির মৃত্যু হতে পারে।
