⚫ কুড়িগ্রাম প্রতিনিধি  :
মঙ্গলবার(২৪ মার্চ) কুড়িগ্রাম জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে সামনে এবং ভোকেশনাল মোড়ে রাস্তায় চলচলকারী রিক্সা-ভ্যান চালক ও ভাসমান সাধারণ মানুষের মাঝে করোনা (কোভিট-১৯) ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধে জনসচেতনা সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে মাক্স ও প্রচরণাপত্র বিতরণ এবং স্বাস্থ্য সচেতনতামূলক বিভিন্ন পরামর্শ প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা আনসার ও ভিডিপি’র জেলা কমান্ড্যান্ট মোঃ এফতেখরুল ইসলাম। সহকারী জেলা কমান্ড্যান্ট মোঃ টিটুল মিয়া, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ সোলায়মান হোসেন প্রমুখ । ০৯টি উপজেলায় পাঁচশত জন স্বেচ্ছাসেবকের মাধ্যমে প্রত্যন্ত অ লে মাক্স ও প্রচারণাপত্র বিতরণ এবং স্বাস্থ্য সচেতনতামূলক বিভিন্ন পরামর্শ প্রদান করার লক্ষ্যে ০৯টি উপজেলার উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তাদেরও মাক্স ও প্রচারণাপত্র বিতরণ করা হয়।