রাজস্থলী রাংগামাটি প্রতিনিধি :- রাজস্থলী উপজেলার বাণিজ্যিক কেন্দ্র বেলীব্রীজ সংলগ্ন বাজারের প্রবেশ মুখে সাধারন জনগনের জন্য করোনা ভাইরাস প্রতিরোধে স্থায়ী হ্যান্ড স্যানিটাইজার স্থাপনা শুভ উদ্বোধন করেন,,রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা,, এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন,,উপজেলা নির্বাহী অফিসার শেখ ছাদেক,,লেফটেনেন্ট,মোঃ মাহাদি হাসান,,থানা অফিসার ইনচার্জ মফজল অাহাম্মদ খান,,রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি অাজগর অালী খান,,জনস্বাস্থ্য প্রকৌশলী বাবু সুব্রত বড়ুয়া সহ সেনা ক্যাম্পের সদস্য ওপুলিশ বাহিনী উপস্থিত ছিলেন,,,রাঙামাটি জেলা জনস্বাস্থ্য বিভাগের জেলা নির্বাহী প্রকৌশলী অনুপম দে এর নির্দেশনায় এ কার্যক্রম স্থাপন করা হয়,,সার্বক্ষনিক কাজের মনিটরিং করেন জেলা জনস্বাস্থ্য বিভাগের অফিস সহায়ক বাবু দিপক এবং অফিস সহকারী উচাচিং মারমা,,
মুলত সারা দেশে করোনার প্রার্দুভাব হওয়াতে জনসচেতনতার লক্ষে হাত মুখ ধোয়ার জন্য বিশেষ অায়োজন,বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর মতে করোনা ভাইরাস প্রতিরোধ সাবান দিয়ে হাত দোয়া একটি কার্যকরী পদ্ধতি,,অাপনার সুরক্ষিত হাতেই,, সু রক্ষিত দেশ,। এ নভেল করোনা ভাইরাস রোগে নিজে ও পরিবার সহ সচেতন হোন পাড়া প্রতিবেশীদেরকে সচেতনে উৎসাহিত গড়ে তোলুন। ঘরে বসে মাস্ক ব্যবহার করতে হবে।
