রাজস্থলী রাংগামাটি  প্রতিনিধি- 
রাংগামাটি জেলাততে  রাজস্থলী উপজেলায় বাংগালহালিয়া তে ৩১ ইং মার্চ ২০২০  সকাল ৯টা সপ্তাহিক হাট বাজারে ঘুরে এসে দেখা যাচ্ছে, স্থানীয় এলাকাবাসীসহ অন্যান্য দূর দূরান্ত ক্রেতা ও বিক্রেতাদের শত শত  নর ও নারীদের সমাগম হয়েছে। একদিকে সারাদেশব্যাপী লংক ডাউন চলছে কিন্তু অন্যদিকে জনগণের স্বার্থে অন্তত সপ্তাহিক হাট বাজারে নিকস্ট প্রশাসন প ক্ষ হতে ১১ টা পর্যন্ত  জন্য কেনা বেঁচা  অনুমতি দেয়া হয়েছে বলে সুত্র জানা যায়। হাটবাজারে কয়েকজন কাঁচা বাজার বিক্রেতা সাথে কথা জানতে চেয়েছি এবারে তরকারী কাঁচা শাকসবজি তেমন বেশি দামে বিক্রি করেনি বলে সাংবাদিককে জানান। মোটামুটি সাধ্যমত ক্রেতারা ক্রয়ের মত দাম সিথিল রেখে আমরা কাঁচা শাকসবজি বিক্রি করছি। সেখানে আইন শৃংখলা বাহিনীকে মনিটরিং করতে দেখা যাচ্ছে।  বাজার কমিটি এক সদস্য নাম প্রকাশ অনিচ্ছুক জানান,নভেল করোনা ভাইরাস রোগ ঝুকির মধ্যে স্থানীয়দের জনগনের স্বার্থে ১১ টায় পর্যন্ত হাট বাজার চলবে বলে সাংবাদিককে জানিয়েছেন। এখানে অন্যান্য প্রান্তে হতে ও শত শত নারী ও পুরুষ ক্রেতাদের কে হাঁট বাজারে দেখা মিলছে।  সু শৃংখলা ভাবে হাট বাজার চলতে দেখা যায়। এর পর হতে জনগনের  স্বার্থে শুধু নিত্যপণ্য সামগ্রিক খাদ্য দোকান  দ্রব্যবতী সিথিল যোগ্য বেঁচে কেনা করতে পারবেন বলে প্রশাসন সুত্র জানা যায়।