
প্রাণঘাতী করোনাভাইরাসের প্রকোপকে বিশ্ব-মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ১৭ মার্চ, মঙ্গলবার পর্যন্ত বাংলাদেশে ১০ জন করোনায় আক্রান্ত হওয়ার কথা জানিয়েছে আইইডিসিআর। এই করোনা আতঙ্কের মাঝেই এ বছরে পাল্লা দিয়ে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ।
এ বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ২৬৩ জন রোগী চিকিৎসা নিয়েছে। যেখানে গত বছর এ সময়ে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ছিলো ৭৩ জন। এতে করে গত বছরের প্রথম তিন মাসের তুলনায় এ বছর ডেঙ্গু রোগীর সংখ্যা ৩.৬ গুন বেশি। স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম) ডা. আয়েশা আক্তার এমন তথ্য নিশ্চিত করেছেন।
এ বিষয়ে ডা. আয়েশা আক্তার জানান, এ বছরের ১ জানুয়ারি থেকে ১৭ মার্চ পর্যন্ত ২৬৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ২৬২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। আর বর্তমানে হাসপাতালে ১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া গত ২৪ ঘন্টায় নতুন কোন রোগী ভর্তি হয়নি।
এদিকে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রন ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) তথ্য অনুসারে, এ বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে কোন রোগীর মৃত্যু ঘটনা ঘটেনি।