২০১৯ সালে স্মার্টফোনের জন্য ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর ব্যবহার করে গোটা দুনিয়াকে চমকে দিয়েছিল স্যামসাং। এবার ১৫০ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর তৈরি শুরু করেছে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। সব ঠিক থাকলে ২০২০ সালেই স্মার্টফোন ক্যামেরার জন্য ১৫০ মেগাপিক্সেল সেন্সর আনবে স্যামসাং।
নতুন ১৫০ মেগাপিক্সেল স্মার্টফোন ক্যামেরা সেন্সর সম্পর্কে এখনো স্যামসাং এর তরফ থেকে বিবৃতি না এলেও দক্ষিণ কোরিয়ায় প্রকাশিত এক রিপোর্টে জানানো হয়েছে ইতিমধ্যেই নতুন সেন্সর তৈরির কাজ শুরু হয়েছে।