কুগ্রিাম প্রতিনিধি :
কুড়িগ্রামে কৃষিকাজে নারীদের অংশগ্রহণ পুরুষের থেকে কোনো অংশে কম নয়। বরং কোনো কোনো ক্ষেত্রে পুরুষের চেয়ে নারীর অংশগহণই বেশি। তবে নারীদের শ্রম অনুযায়ী দেওয়া হচ্ছে না সঠিক মজুরি। পুরুষ শ্রমিকের মজুরি যেখানে ৪০০ থেকে ৫০০ টাকা সেখানে নারী শ্রমিকরা পাচ্ছেন মাত্র ১৮০ টাকা।
মাঠে কাজ করতে আসা কুড়িগ্রাম সদর ইউনিয়নের কাঠালবাড়ী এলাকা নারী শ্রমিকেরা জানান, কি করবো ভাই কাজ না করলে যে সংসার চলে না। তাই যখন যে কাজ পাই তখন সেটাই করি। আমাদের এক একটি পরিবারে ৬-৭ জন সদস্য। তার মধ্যে একজনের দিন মজুরি দিয়ে সংসার চলেনা। তাই আমরা কাজে এসেছি যা আয় হয় তা সংসারে ব্যয় করি।তারা আরও আক্ষেপ করে বলেন, সারাদিন পরিশ্রম করে ১৮০ টাকা পাই। সকাল থেকে শুরু করে বিকাল পর্যন্ত কাজ করতে হয়। আমাদের দেখার মতো কেউ নেই। পুরুষ মানুষ সারাদিন কাজ করে ৪০০থেকে৫০০ টাকা পায়, আমরা নারীরা কাজ করে ১৮০ টাকা পাই।
বৃহস্পতিবার (১২ মার্চ) সরেজমিনে দেখা যায়, মাঠে ১৫-২০ জন নারী আলু তোলার কাজ করছে। হালিমা বেগম(৪০) রহিমা বেগম (৪৫)আলেয়া বেওয়া (৫৫) জানান আমারা সারদিন কাজ করে মজুরি ১৮০ টাকা করে পাই।
জমির মালিক বাদশা মিয়া জানান, আমাদের এখানে নারীদের পারিশ্রমিক ১৮০ টাকা দেওয়া হয়। তাদের সঙ্গে কথা বলেই আমি কাজে নিয়েছি।
এ বিষয়ে কুড়িগ্রাম মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক শাহানা আক্তার বলেন, কুড়িগ্রামের নারীদের জন্য শতভাগ মজুরিতে কাজের পরিবেশ সৃষ্টি হয়নি। বিছিন্নভাবে যে সব নারীরা কাজ করছে, তারা মজুরি কম পাচ্ছে। তবে আমরা নারীদের মাঝে সচেতনতা বাড়াচ্ছি যেন তারা কম মজুরিতে কাজ না করেন।