স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছে স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের একাধিক সূত্র।

জানা গেছে, বৃহস্পতিবার যে ৫ জন নতুন করোনা রোগী শনাক্তের ঘোষণা দিয়েছেন রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা, তাদের মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এ কর্মকর্তা রয়েছেন। যদিও আইইডিসিআর কারো পরিচয় প্রকাশ করেনি।

ওই কর্মকর্তা করোনায় আক্রান্ত,  এটি শনাক্ত হওয়ার পরপরই স্বাস্থ্য মন্ত্রণালয়ের শীর্ষপর্যায়ের কয়েকজনকে হোম  কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।