Image result for vuya sangbadik
নীলফামারী: নীলফামারীতে নুরুজ্জামান নামের একজন ভুয়া সাংবাদিককে আটক করেছে নীলফামারী থানা পুলিশ। আটককৃত কথিত ভুয়া সাংবাদিক নুরুজ্জামান জেলার সদর উপজেলার চাপড়া গ্রামের আব্দুল মজিদ এর ছেলে। টোল ফ্রি সরকারী ৯৯৯ নম্বরে অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে আটক করেছে।

অভিযোগে বর্ণিত, আছিয়া বেওয়া নামের একজন বৃদ্ধা পান দোকানী টোল ফ্রি ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে জানায়, “বুধবার বিকেলে তাঁর ছোট্ট একটি পান দোকানে ভিজিটে যায় কথিত ভুয়া সাংবাদিক। পরিদর্শন কালে দোকানী ওই বৃদ্ধাকে করোনা সংক্রমন রোধে দোকান বন্ধ রাখার সরকারী নিষেধাজ্ঞার কথাও জানায় অভিযুক্ত নুরুজ্জামান। এক পর্যায়ে ওই বৃদ্ধা দোকানীর কাছে দোকান খোলা রাখার অপরাধে ৭ হাজার টাকা জড়িমানা করে কথিত ওই ভুয়া সাংবাদিক। পরবর্তীতে জড়িমানাকৃত ৭ হাজার টাকা আদায়ে চাপ দেয় ওই বৃদ্ধা দোকানীকে। বাক-বিতন্ডার এক পর্যায়ে স্থানীয় লোকজন জড়ো হয়ে, কথিত ভুয়া সাংবাদিককের কাছে তার সাংবাদিকতার পরিচয়পত্র দেখতে চায় স্থানীয়রা। সে দেখাতে না পারলে, সরকারী টোল ফ্রি ৯৯৯ নম্বরে অভিযোগ করেন ওই বৃদ্ধা দোকানী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে এবং অভিযুক্ত নুরুজ্জামানকে আটক করে।

এ বিষয়ে নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুল ইসলাম জানান, “৯৯৯ নম্বরে অভিযোগ পেয়ে ঘটনাস্থলে যায় নীলফামারী থানা পুলিশ এবং ঘটনার সত্যতা পেয়ে কথিত ওই ভুয়া সাংবাদিক নুরুজ্জামানকে আটক করে থানায় নিয়ে আসা হয়। জিজ্ঞাসাবাদে আটককৃত নুরুজ্জামান জানায় সে নিজের পরিচয় গোপন করে নিজেকে সাংবাদিক হিসেবে উপস্থাপন করে ওই বৃদ্ধা দোকানীর কাছে ৭ হাজার টাকা দাবী করেছে”। তিনি আরো বলেন, “আটককৃত নুরুজ্জামান এর বিরুদ্ধে নীলফামারী থানায় একটি নিয়মিত মামলা রুজুর প্রস্তুতি চলছে”।