রাজস্থলী রাংগামাটি প্রতিনিধি,,,
সারাবিশ্ব ব্যাপীসহ দেশে মরণঘাতী নভেল  করোনা ভাইরাস প্রতিরোধ সম্পর্কে  জনসচেতনতা বৃদ্ধি সামাজিক দুরত্ব  বজায় রাখা সহ বিভিন্ন প্রকার সরকারি  নিয়ম মেনে চলার বিষয় নিয়ে সকাল সারে১০ টায়  উপজেলা নির্বাহী অফিসার শেখ ছাদেক এর কার্যলয়ে নভেল করোনা ভাইরাস প্রতিরোধ সামাজিক দুরত্ব বজায়,কোন করোনা অাক্রান্ত রোগী মারা গেলে তাকে সৎকার করার ইউনিয়ন ভিত্তিক  সেচ্ছাসেবী সংগঠন গঠন,,ত্রান বিতরনে টেক অফিসার নিয়োগ ,, বাজার  মনিটরিং ও পর্যাপ্ত পরিমান চিকিৎসা সেবা প্রদান সহ গুরুত্বপূর্ন  অালোচনা করা হয়,,এ সময় উপস্থিত ছিলেন,,থানা অফিসার ইনচার্জ মফজল অাহাম্মদ খান,,,ডাঃ রুহলাঅং মারমা,,কৃষি অফিসার হাসিবুল হাসান,, প্রাথমিকশিক্ষা অফিসার অাবুল কালাম অাজাদ,,,সমাজ সেবা অফিসার মোঃ,,অাবু জাপর,,মাধ্যমিক শিক্ষা  একাডেমিক সুপার ভাইজার বিভিষন চাকমা,,প্রমূখ,,পরে উপজেলা নির্বাহী অফিসার  শেখ ছাদেক,,উপজেলা চেয়ারম্যান উবাচ মারমা ও সেনাবাহিনী রাজস্থলী ক্যাম্পের লেফটেন্টেট মোঃ,,মাহাদী হাসান, থানা অফিসার ইনচার্জ মফজল অাহাম্মদ খান সহ উপজেলার  বিভিন্ন বিভাগের কর্মকর্তা সেনা সদস্য পুলিশ বাহিনী সহ বিভিন্ন  এলাকায় ঘুরে ঘুরে জীবানুনাশক ঔষধ এস্প্রে করেন,,সে সময়  লেফটেন্টেট  মাহাদী হাসান বলেন,,করোনা ভাইরাস সম্পর্কে  সকল কে সচেতন থাকতে হবে,,সব সময় হাত ধোয়া পরিস্কার পরিচ্ছন্নতা তিন ফুট দুরত্ব বজায় সহ সকল নিয়ম মেনে চলার জন্য অাহবান জানান,,যদি কোন করোনা রোগী সনাক্ত হয় তাহলে তাকে ১৪ দিন ঘরে অবস্থান করতে হবে,,যদি কেউ অাইন অমান্য করে তাহলে তাকে অাইন প্রয়োগকারী সংস্থাকে অবহিত করতে হবে, সেনাবাহিনী সার্বক্ষণিক  অাপনাদের সেবায় নিয়োজিত যে কোন সমস্যা মোকাবেলায় অামরা বদ্ধ পরিকর। নভেল করোনা ভাইরাস প্রতিরোধে উপজেলা বিভিন্ন স্থানে সেনাবাহিনী কে মনিটরিং করার জন্য আহবান জানাই।