দুর্গাপুর প্রতিনিধি:
রাজশাহী দূর্গাপুর উপজেলার এবার গমের বাম্পার ফলন। দিগন্ত বিস্তৃত গমের ক্ষেত দেখলেই মোনটা জুড়িয়ে যায়। গম পুরো পেকে গেছে তা এখন সংগ্রহ করে নিয়ে যাওয়ার পালা। এই বছর গম কাটার চিত্র পুরো ভিন্ন।
গত বছরের মতো এবার আর উৎসব চলছে না। কৃষক তার পরিবারকে মাঠে আসছে না। ছোট্ট রাসেল বাবাকে আর পানি আগিয়ে দিচ্ছে না। কৃষকের মুখের হাসি কেড়ে নিয়েছে করোনাভাইরাস আতঙ্ক। কৃষক রহীম মিয়া বলেন, এবার গমের খুবই ভালো ফলন হয়েছে কিন্তু মনের মাঝে তাড়াকরছে করোনা আতঙ্ক।গম কাটার সময় পুরো পরিবারকে মাঠে আসতো কাজ করতে ও খুবই ভালো লাগতো। কিন্তু তাদের নিরাপত্তা কথা ভেবে তাদের বাড়ি রেখে আসছি। বাড়িতে এবার পিঠা উৎসব হবে না। আল্লাহ আমাদের এই গযব থেকে দ্রুত মুক্তি দিক।
দূর্গাপুরে সর্বস্তরের কৃষকের মাঝে ছড়িয়েছে ব্যাপক আতঙ্ক। ভয় নয় সাবধানতাই পারে করোনা থেকে মুক্তির পথ।