
⬤করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে আরও ১ জন মারা গেছেন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৫ জনে। তবে গত ২৪ ঘন্টায় নতুন করে কেউ আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি।
করোনাভাইরাস নিয়ে বুধবার দুপুর ১২টায় মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তর থেকে ভিডিও কনফারেন্সে এ তথ্য জানান আইইডিসিআর এর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।