
⬤ করোনাভাইরাসের সংক্রমণে সরকারের নেওয়া পদক্ষেপ ও প্রয়োজনীয় প্রস্তুতি তুলে ধরে আজ বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব এহসানুল করিম এই তথ্য জানিয়েছেন। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় বাংলাদেশ টেলিভিশন, বিটিভি ওয়ার্ল্ড ও বাংলাদেশ বেতার প্রধানমন্ত্রীর ভাষণ সরাসরি সম্প্রচার করা হবে।
ভাষণে তিনি দেশবাসীকে আশস্ত করার পাশাপাশি নাগরিক হিসেবে করণীয় সংক্রান্ত দিক নির্দেশনা দিবেন বলে ধারণা করা হচ্ছে।
এদিকে দেশে করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় নতুন কোনো রোগী শনাক্ত হননি। তবে পুরোনো একজন রোগীর মৃত্যু হয়েছে। তার বয়স ৬৫ বছর। তিনি একজন পুরুষ। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫ জনে। এছাড়া আক্রান্তের সংখ্যা ৩৯ জন।
ধারণা করা হচ্ছে, প্রধানমন্ত্রীর আজকের ভাষণে করোনা পরিস্থিতি মোকাবেলায় কী করণীয় সে বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা আসবে। করোনা পরিস্থিতিতে অন্যান্য দেশের মতো বাংলাদেশও লকডাউনের পথে এগোবে কিনা সেটিও স্পষ্ট হবে সরকার প্রধানের ভাষণে।
এছাড়া বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির বিষয়টিও উঠে আসতে পারে তার ভাষণে। দীর্ঘ কারাভোগের পর খালেদা জিয়াকে মুক্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ যে কোনো সময় আইনি প্রক্রিয়া শেষে তিনি মুক্তি পারেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব এহসানুল করিম এই তথ্য জানিয়েছেন। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় বাংলাদেশ টেলিভিশন, বিটিভি ওয়ার্ল্ড ও বাংলাদেশ বেতার প্রধানমন্ত্রীর ভাষণ সরাসরি সম্প্রচার করা হবে।
ভাষণে তিনি দেশবাসীকে আশস্ত করার পাশাপাশি নাগরিক হিসেবে করণীয় সংক্রান্ত দিক নির্দেশনা দিবেন বলে ধারণা করা হচ্ছে।
এদিকে দেশে করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় নতুন কোনো রোগী শনাক্ত হননি। তবে পুরোনো একজন রোগীর মৃত্যু হয়েছে। তার বয়স ৬৫ বছর। তিনি একজন পুরুষ। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫ জনে। এছাড়া আক্রান্তের সংখ্যা ৩৯ জন।
ধারণা করা হচ্ছে, প্রধানমন্ত্রীর আজকের ভাষণে করোনা পরিস্থিতি মোকাবেলায় কী করণীয় সে বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা আসবে। করোনা পরিস্থিতিতে অন্যান্য দেশের মতো বাংলাদেশও লকডাউনের পথে এগোবে কিনা সেটিও স্পষ্ট হবে সরকার প্রধানের ভাষণে।
এছাড়া বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির বিষয়টিও উঠে আসতে পারে তার ভাষণে। দীর্ঘ কারাভোগের পর খালেদা জিয়াকে মুক্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ যে কোনো সময় আইনি প্রক্রিয়া শেষে তিনি মুক্তি পারেন।