নীলফামারী: চুরি যাওয়া প্রায় অর্ধ লক্ষ টাকার মালামাল উদ্ধার ও ওই চুরির সাথে জড়িত একজনকে গ্রেফতার করেছে নীলফামারী থানা পুলিশ। গ্রেফতারকৃত জেলার সদর উপজেলার সংগলশী ইউনিয়নের বোচাপাড়া গ্রামের মৃত শামছুল ইসলামের ছেলে মিরালম।  

মামলা সূত্রে জানা যায়, গত ৫ই এপ্রিল সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের ব্যাঙমারী সংগঠনের বাজার এলাকার ব্যবসায়ী মিজানুর রহমানের দোকানের সাটারের তালা ভেঙ্গে নগদ অর্থসহ লক্ষাধিক টাকার বিভিন্ন ক্রোকারিজ সামগ্রী চুরি করে নিয়ে যায় অজ্ঞাত চোরেরা। এরুপ অভিযোগ প্রাপ্ত হয়ে দন্ডবিধি (প্যানাল কোড) আইনের ৪৫৭, ৪৬১ ও ৩৮০ ধারায় একটি মামলা রুজু করেন নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। মামলাটি রুজুর পর থেকেই বিভিন্ন ধরণের প্রযুক্তির ব্যবহারসহ বিভিন্ন স্থানে অনুসন্ধান চালিয়ে ওইসব চুরিকৃত মালামালের মধ্য থেকে প্রায় অর্ধ লক্ষ টাকার মালামাল উদ্ধার ও এ ঘটনায় জড়িত একজনকে গ্রেফতার করে নীলফামারী থানা পুলিশ।

নীলফামারী থানার উপ-পুলিশ পরিদর্শক (এস.আই) হারিছুর রহমান জানান, “মামলাটি রুজু হওয়ার পর থেকেই বিভিন্ন ধরণের প্রযুক্তি ব্যবহার ও বিভিন্ন স্থানে অনুসন্ধান চালিয়ে ওইসব মালামাল উদ্ধার করা হয়”। তিনি আরো বলেন, “এ ঘটনার সাথে সম্পৃক্ত থাকায় মিরালম নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। 

এ বিষয়ে নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, “গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণের যাবতীয় আইনী কার্যক্রম অব্যাহত আছে”