চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি ॥ -০১.০৪.২০২০ ॥
করোনাভাইরাসের সংক্রমণ রোধে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের আমুরোড বাজারে উপজেলা ও ইউনিয়ন তাঁতীলীগের যৌথ উদ্যোগে পাঁচ শত মাস্ক বিতরণ করেছেন আজ পহেলা এপ্রিল রোজ বুধবার দুপুরে নেতাকর্মীরা ।
বাজারে ঘুরে-ঘুরে মাস্ক বিতরণের পাশাপাশি উপস্থিত সকলকে সচেতন হওয়ার পরামর্শসহ সতর্কতার সাথে চলাপেড়া করার আহবান জানান তারা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান বাবুল, সহ-সভাপতি অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোঃ ফজল মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ এমরান হোসেন স্বপন সাই, আহম্মদাবাদ ইউনিয়ন তাঁতীলীগের আহবায়ক মোঃ আব্দুল মুকিত মানিসহ উপজেলা ও ইউনিয়ন তাঁতীলীগের নেতৃবৃন্দরা।