নীলফামারী জেলায় প্রবেশদার সড়ক ও মহাসড়কে সকল ধরণের যানবাহন প্রবেশ ও বর্হিগমন অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। এনিয়ে প্রবেশপথ গুলোতে বসানো হয়েছে বিশেষ চেকপোষ্ট। এছাড়া জেলার অভ্যন্তরীন সড়কেও সবধরণের যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয়েছে।
গত বৃহস্পতিবার থেকে জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী এই নির্দেশনা জারী করেন। যা আজ শুক্রবার সকাল থেকে কার্যকর হয়েছে।
এদিকে দোকান পাট, সাপ্তাহিক হাট বাজার বন্ধের আওতায় থাকলেও নিত্য পণ্যের দোকান সকাল সাতটা থেকে দুপুর একটা পর্যন্ত খোলা থাকবে। তবে সার্বক্ষনিক খোলা রাখা যাবে ঔষধের দোকান। 
সৈয়দপুর থানার ট্রাফিক ইন্সপেক্টর নাহীদ জানান"করোনা সংক্রমণ ঝুকি এড়াতে এ কার্যক্রম করা হচ্ছে৷ তবে ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে জেলার বিভিন্ন স্থানের মানুষজন যে কোন উপায়ে আসছে৷ তাই মরণ ব্যাধী করোনা সংক্রমণ ঝুঁকি রোধে বহিরাগত যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয়েছে৷
 নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুল ইসলাম বলেন, "সরকারের নতুন প্রজ্ঞাপনের আলোকে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি করোনা সংক্রমণ ঝুঁকি এড়াতে সামাজিক দুরত্ব বজায় রেখে মাঠেই কাজ করছে জেলা পুলিশ প্রশাসন"                 
এ বিষয়ে জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী বলেন, "এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। করোনা ভাইরাস প্রাদুর্ভাব মোকাবেলায় সকলের সহযোগীতাও চান তিনি