রাজস্থথলী   রাংংগামটি -: চট্রগ্রামের জেনারেল  হাসপাতালে  COVID-19  এ￰ আক্রান্ত  রোগী  দের সেবায় নিয়োজিত সকল ডাক্তার , নার্স ও স্বাস্থ্য  কর্মীদের  জন্য সাবেক মেয়র এবং আলহাজ্ব মোস্তফা হাকিম ওয়েলফেয়ার   ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম এর পক্ষ থেকে আগামী  পনেরো  দিন (15) জন্য সারাদিন এর খাদ্য সামগ্রী ডেপুটি ডিরেক্টর  ডা: অসীম  কুমার নাথ   ও সিনিয়র কনসালটেন্ট  ডা: আবুল হাসেম  শাহীন  এর কাছে  হস্তান্তর করা  হয়. এই  সময় আর ও উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশন এর প্রধান স্বাস্থ্য কর্মকর্তা   ডা:  সেলিম আক্তার  চৌধুরী .   মোস্তফা হাকিম পরিবার এর পক্ষে    ডা: মেসবাহ উদ্দিন তুহিন .মোঃ সারওয়ার আলম.মোঃ সাইফুল আলম