
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৮২ জনের দেশে কোভিড-১৯ শনাক্ত করা হয়েছে। এ নিয়ে এতে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮০৩ জনে। মারা গেছে আরও ৫ জন। সোমবার (১৩ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত বুলেটিনের শুরুতে মৃত্যু ও নতুন শনাক্তের যাবতীয় তথ্য গণমাধ্যমের সামনে তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক।