রাজস্থলী রাংগামটি  প্রতিনিধি- একদিকে সারাদেশব্যাপাী নভেল করোনা ভয়ে আতংকিত দিন প্রহর গুনছে আর অন্যদিকে সাধারণ জনগণের স্বার্থে খাদ্য নিবারন জন্য  প্রতিদিন নৃত্য প্রয়োজনীয় খাবার দরকার হয়ে পড়ছে। তাই প্রশাসন জনগনের স্বার্থে সকাল ৬ টা হতে ১০/১১  টা পর্যন্ত খোলা রাখা হবে বলে সুত্র জানা যায়।  অন্যদিকে সামাজিক দুরুত বজায় রাখা বলা হয়েছে। সকালে সরেজমিনে ঘুরে এসে দেখি রাজস্থলী উপজেলাতে বাংগালহালিয়া  সাপ্তাহিক  হাট বাজার ৭ ইং( মংগলবার) ৮:৩০ মিনিটে  চিত্র ছবি।

প্রশাসন ভাবে আরো কঠোর হওয়া জরুরী রাস্তাঘাট  কোন বিশেষ প্রয়োজন গাড়ি ছাড়া অন্যান্য ছোট ছোট গাড়ি প্রতি নজর রাখতে হবে। রাস্তাঘাটে প্রয়োজন ছাড়া কোন লোক  বের না হওয়া নিজেকে সচেতন হতে হবে। 
হাট বাজারে ঘুরে দেখা যায়,কাঁচা সবজি তরকারী,মুদিন দোকান, মাছের দোকান শুটকি দোকানসহ অন্যানে খোলা বাজারে রাস্তাঘাট প্রচুর ক্রেতা ও বিক্রেতাকে সমাগম দেখা মিলে। আর প্রশাসন উদ্যেগে ও জনগন সাধারন জন্য নভেল ভাইরাস রোগে সর্তক বাণী বা সচেতনতার  জন্য কোন কেউ প্রয়োজন ছাড়া রাস্তাঘাট ঘুরে ফেরা ও যেখানে সেখানে দলে জড়ো হয়ে আড্ডা না দেওয়ার জন্য সর্তক অটোরিকসা দিয়ে ঘুরে প্রদক্ষিণ মাইকিং করতে দেখা যায়। কারো যদি আইন লংঘন করে থাকে তাহলে তার বিরুদ্ধের আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে প্রশাসন ভাবে সাংবাদিকদেরকে জানিয়েছেন। অন্যদিকে গীর্জা মন্দির, বিহার মসজিদের ও দলে দলে জড়ো না হওয়ার জন্য প্রশাসনভাবে জানান। আইনকে সকলে আইনকে  শ্রদ্ধা করুন আইনকে নিজের হাতে নিবেন না নিজে আইনকে মেনে চলুন অন্যকে মানার জন্য উৎসাহিত করুন। 
নভেল ভাইরাস প্রতিরোধে সকলে এগিয়ে আসুন। নিজে সচেতন হোন অন্যকে সচেতনে সহযোগিতায় দিন। স্থানীয়দের  সাংবাদিককে জানান, রাতে বেলায় ছোট ছোট অপ্রয়োজন গাড়ি রাস্তা  চলাচল  না করার জন্য প্রশাসন প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। লংক ডাউন সঠিক ভাবে নিয়মে চলতে হবে বলে এলাকাবাসীদের  দাবী।
খাওয়া আগে ভাল করে সাবান দিয়ে হাত মূখ ধোঁয়ে  পরিস্কার পরিছন্নতা থাকুন।
সামাজিক দূরত্ব রাখা নিজ দায়িত্ববান মনে করি।