রাজস্থলী রাংগামটি  প্রতিনিধি,,,
রাংগামটি জেলায় রাজস্থলীতে যৌথবাহিনী  ও উপজেলা প্রশাসন সমনয় রেখে এক মরনঘাতী করোনা ভাইরাসের বিরুদ্ধের সোচ্চার ও সচেতনতা মূলক অভিযান  অব্যাহত রয়েছে। সোমবার(৬ এপ্রিল) সকাল ১০ ঘটিকার সময় রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার শেখ ছাদেকের  নেতৃত্বে উপজেলার ইসলাম পুর  এলাকা সহ অাশে পাশের বিভিন্ন জায়গায়  সচেতনতা মূলক অভিযান  এবং বাজার মনিটরিং কার্যক্রম  অব্যাহত রাখা হয়েছে,,, এ সময়  বাংলাদেশ সেনাবাহিনী, রাজস্থলী ক্যাম্পের সদস্য,পুলিশ এবং বিভিন্ন জনপ্রতিনিধিরা উপস্থিত থেকে কার্যক্রমের সহযোগিতা করেন।এ সময় নির্বাহী অফিসার শেখ ছাদেক বলেন,,রাজস্থলী প্রশাসনের করোনা বিরোধী অভিযান অব্যাহত রেখে এলাকাবাসীদের সচেতন করা হচ্ছে যেন,, অপ্রয়োজনে কেউ বাইরে ঘোরাফেরা না করে এ ছাড়া ও তিনি বাজারে নিত্য প্রয়োজনী দ্রব্য মূল্যের নিয়ন্ত্রণে মনিটরিং কার্যক্রম চলমান থাকবে তিনি অারো বলেন,,সরকারের নির্দেশনা অনুযায়ী অামরা যৌথবাহিনীর সাথে কাজ করার চেষ্টা করছি মানুষের  সচেতনতা বৃদ্ধি করার এবং  তারা যাতে ঘরে থাকেন সেটি নিশ্চিত করার। দেশের প্রয়োজনে জনগনের প্রয়োজনে  যখন যে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন হবে সেটিও নেবে সেনাবাহিনী ও উপজেলা প্রশাসন। উপজেলা প্রশাসনের উদ্যাগে প্রত্যেক দিন  মহামারি করোনা ভাইরাস  প্রতিরোধে  বিভিন্ন এলাকায়  জীবানুনাশক  স্প্রে ছিটানো ও সমাজিক দুরত্ব বজায় রাখার জন্য সবাই কে অাহবান জানান। অপর দিকে সেনাবাহিনী সার্বক্ষনিক উপজেলার বিভিন্ন বাজারে লোক সমাগম হলে তাদের কে সামাজিক দুরত্ব  অযতা ঘুরা ফেরা না করার জন্য  সু পরামর্শ প্রদান সহ তাদের টহল চলমান  অব্যাহত রেখেছেন বলে প্রশাসন প ক্ষ হতে সাংবাদিক জানান।
ইউএনও শেখ ছাদেক বলেন, প্রতিটি ব্যক্তি নিজ ঘরে অবস্থান করুন এবং অপ্রয়োজনের কোন ব্যক্তি ঘর হতে বের না হওয়ার জন্য স্থানীয়দের আহবান জানাই। নিজে মাস্ক ব্যবহার করুন পরিবার ও প্রতিবেশীদের মাস্ক ব্যবহার করতে সহায়তা দিন। খাওয়ার আগে হাত মূখ ধোঁয়ে পরিস্কার পরিছন্নতা রাখুন।