কুড়িগ্রাম প্রতিনিধি 
কুড়িগ্রামে শুক্রবার (৩ এপ্রিল) একজনসহ মোট ৪৮জন বিদেশফেরতকে স্ব-স্ব বাড়িতে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। ইতিমধ্যে ২৯০ জনের ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনের মেয়াদ শেষ হয়েছে। তারা এখন পরিবারের সাথে স্বাভাবিক সাবধানতা অবলম্বন করে আছেন।
জরুরী স্বাস্থ্য বিভাগ সুত্রে জানা যায়, জেলার ৯ উপজেলায় মোট ৫৪০ জন প্রবাসী এসেছে। এদের মধ্যে ৩৩৮ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখতে সক্ষম হয়েছে স্বাস্থ্য বিভাগের গঠিত টিম।
জরুরী স্বাস্থ্য বিভাগ সুত্রে জানা যায়, জেলার ৯ উপজেলায় মোট ৫৪০ জন প্রবাসী এসেছে। এদের মধ্যে ৩৩৮ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখতে সক্ষম হয়েছে স্বাস্থ্য বিভাগের গঠিত টিম
সিভিল সার্জন ডা: হাবিবুর রহমান জানান, এখন পর্যন্ত যাদেরকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে তারা সকলেই সুস্থ রয়েছেন। এদিকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ১০টিসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ৪০টি বেড প্রস্তুত রাখা হয়েছে বলেও জানান তিনি।