নীলফামারী: করোনা ভাইরাস (কোভিট-১৯) সন্দেহে গত ২৪ ঘন্টায় ১৯জনের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন রনজিৎ কুমার বর্মন। তিনি আরো বলেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মাইক্রোবাইলজি বিভাগে স্থাপিত পিসিআর মেশিনে এই নমুনার পরীক্ষা করা হবে।
এমও-ডিসি, এমটি ইপিআই ও এমটি ল্যাবের সমন্বয়ে গঠিত ৬টি টিম গত ২ এপ্রিল,২০২০ তারিখ থেকেই নীলফামারী জেলার ৬টি উপজেলায় কাজ করছে। গত ২৪ ঘন্টায় প্রতিটি উপজেলায় করোনা সন্দেহে ২জন করে মোট ১৯জন ব্যক্তির নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
এদিকে, গত ২৪ ঘন্টায় হোম কোয়ারেন্টাইনে যুক্ত হয়েছেন আরো ১জন। এনিয়ে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন মোট ৫১ জন। এছাড়াও ইতোমধ্যেই হোম কোয়ারেন্টাইন সম্পন্ন করেছেন ২৯৪জন। তাঁদের মধ্যে কেউ করোনা সনাক্ত নয়।
নমুনা পরীক্ষার ফলাফল সম্পর্কে জানতে চাইলে, তিনি বলেন, “আমরা নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করছি। এ ফলাফল নিয়ে প্রেসব্রিফিং এ কথা বলছেন রোগতত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনিষ্টিটিউট (আইইডিসিআর) কর্তৃপক্ষ। তবে আশা করছি, এ জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত কোন রোগী নেই”।