দূর্গাপুর (রাজশাহী) প্রতিনিধিঃ
করোনা মোকাবালয় সারাদেশ যখন লক ডাউন। সবথেকে বেশী বিপাকে পড়েছে খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। অনেকেই হয়ে পড়েছে কর্মহীন এই মানবীয় সংকটে পাশে দাঁড়িয়েছে রাজশাহী দূর্গাপুর পৌর ছাত্রলীগের (সাবেক) সাধারণ সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন (কল্লোল)। তার উদ্যোগে করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় বেকার হওয়া মানুষজনের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।
শনিবার (৪ এপ্রিল ) দিনভর উপজেলার অসচ্ছল ও হতদরিদ্র মানুষের মাঝে তাদের বাড়ি বাড়ি গিয়ে ২কেজি আটা,১কেজি আলু,হাফ কেজি তেল,হাফ কেজি চিনি,১টি সাবান বিতরণ করেন।
সাখাওয়াত হোসেন (কল্লোল) জানান, দেশের এই সংকট ময় পরিস্থিতি তে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ছোট্ট প্রচেষ্টা আমার। আমি ও আমার কর্মী বাহিনী সদা প্রস্তুত মানবতার সেবা করার জন্য।
তার এই কার্যকর্মে সকল শ্রেণীর মানুষ ভূয়সী প্রশংসা করেছে। সমাজে এই রকম ভাবে পরস্পরে সহযোগীতার মাধ্যমে সংকট নিরসন সম্ভব বলছে সুশীল সমাজ।
