কু‌ড়িগ্রামঃ ১৪-০৪-২০২০
কুড়িগ্রামের চিলমারীতে ভিজিএফ এবং ভিজিডি’র চালসহ একজনকে আটক করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ডাওয়াইটারী বুদ্ধির গ্রামের সামছুল হকের বাড়িতে অভিযান চালিয়ে ৬২টি বস্তা চাল উদ্ধার করেন উপজেলা নির্বাহী অফিসার এডব্লিউ এম রায়হান শাহ্। এসময় উপস্থিত ছিলেন, চিলমারী থানার অফিসার ইনর্চাজ আমিনুল ইসলাম। পরে অভিযান চালিয়ে অভিযুক্ত সামছুল হককে থানাহাট বাজার এলাকা থেকে আটক করে চিলমারী থানা পুলিশ।
উপজেলা নির্বাহী অফিসার এডব্লিউ এম রায়হান শাহ্ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেয়া হবে।
অপরদিকে উ‌লিপুর উপ‌জেলার থেতরাই ইউ‌নিয়ন থে‌কে চালসহ আটক মঈফুল ইসলাম নামে এক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে প‌শ্চিম মাথা থেতরাই বাজার থেকে ত্রাণের ৮৭ কে‌জি চালসহ মঈফুলকে আটক করা হয়। 
এই বিষয়ে উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কা‌দের জানান, গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে জেলা প্রশাসন ও পু‌লি‌শের যৌথ অ‌ভিযা‌নে ত্রাণের চালসহ তাকে আটক করে নিয়মিত মামলার নির্দেশ দেয়া হয়। পরে দায়িত্বরত ট্যাগ অফিসার বাদী হয়ে মামলা দায়ের করেন।