
দেশে যখন দিন দিন করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে, তখন ১৫ জুলাইয়ের মধ্যে সারাদেশ সম্পূর্ণ করোনামুক্ত হবে এমন মন্তব্য শুনে খানিকটা খটকা লাগতে পারে। কিন্তু গবেষণা বলছে এমনটিই হতে যাচ্ছে। সিঙ্গাপুর ইউনিভার্সিটি অব টেকনোলজি অ্যান্ড ডিজাইনের ডাটা ড্রাইভিং ইনোভেশন ল্যাবরেটরি রোববার বিশ্বের বিভিন্ন দেশের করোনা পরিস্থিতি নিয়ে এক গবেষণা প্রকাশ করে। এতে কোন দেশ কবে করোনামুক্ত হবে তার ওপর অনুমানভিত্তিক পরিসংখ্যান প্রকাশ করে। সেখানেই বলা হয়, বাংলাদেশ ১৫ জুলাইয়ের মধ্যে করোনামুক্ত হবে।