করোনায় কর্মহীন হয়ে পড়া অসহায় শ্রমজীবী মানুষদের পাশে রাতের আধারে তৃতীয় দফায় বাড়ী বাড়ী গিয়ে খাদ্য ও ইফতার সামগ্রী পৌছে দিলেন সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও টুপামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী আবুল কাশেম শাহ। 

রোববার রাতে পরিবারের অন্যান্য সাথে নিয়ে টুপামারী ইউনিয়নের প্রায় ৫০টি অসহায় কর্মহীন শ্রমজীবী পরিবারের বাড়ী বাড়ী গিয়ে সামাজিক দুরত্ব বজায় রেখে সম্পুর্ণ ব্যক্তিগত অর্থে চাল, ডাল, ডিম, আলু, ভোজ্যতেল, ও সবজিসহ বিভিন্ন ইফতার সামগ্রীও বিতরণ করেন তিনি।

কথা হয়, নীলফামারী সদর উপজেলা আওয়ামীলীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক ও টুপামারী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আবুল কাশেম শাহ বলেন, “ টুপামারী ইউনিয়নে ৯টি ওয়ার্ডে প্রায় ২১ হাজার লোকের বসবাস। তাঁদের মধ্যে ৯০ ভাগই শ্রমজীবী মানুষ। দেশে করোনার সংক্রমন ঝুঁকি ঠেকাতে গৃহবন্দী হয়ে পড়েছেন তাঁরা। এসব গৃহবন্দী মানুষদের ঘরে খাবার পৌছে দিচ্ছেন সরকার প্রধান। প্রথম দফায় আমি আমার পক্ষ থেকে সম্পুর্ণ নিজস্ব অর্থে সাধ্যনুযায়ী অত্র ইউনিয়নের খেটে খাওয়া কর্মহীন সাধারণ মানুষদের একটি তালিকা তৈরী করে তাদের বাড়ী বাড়ী গিয়ে ৫০টি পরিবারের মাঝে খাদ্য ও ইফতার সামগ্রী পৌছে দিয়েছি। চলমান রেখেছি টুপামারী ইউনিয়নের আনাচে কানাচে জীবানু নাশক স্প্রে। করোনা সংক্রমন ঝুঁকি এড়াতে করা হয়েছে সচেতনতামুলক মাইকিংসহ ব্যাপক প্রচার-প্রচারণা। ইউনিয়ন বাসীকে সুরক্ষিত রাখতে স্বেচ্ছা সেবকদের নিয়ে তৈরী করা হয়েছে সামাজিক প্রতিরোধ কমিটি”।   

তিনি আরো বলেন, “চলমান করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমার পক্ষ থেকে সাধ্যানুযায়ী এ কার্যক্রম অব্যাহত থাকবে, তাই এ অ লের বিত্ত্ববানসহ দলীয় নেতাকর্মীদের এই সকল কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষদের পাশে তাঁদের সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার অনুরোধ করছি”।