নীলফামারী: নীলফামারী সদরে করোনায় আক্রান্ত যুবকের সংস্পর্শে আসা ডোমার উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের ২ গ্রামের ৩৫টি বাড়ী লকডাউন ঘোষনা করেছে উপজেলা প্রশাসন।

জানা গেছে, গত ৯ এপ্রিল আক্রান্ত যুবকসহ আরো ৩৪ জন শ্রমিক একটি ট্রাক যোগে ঢাকা থেকে ডোমারে আসে। তাদের মধ্যে ওই যুবক (১৬) তার নানী নুর বেওয়ার বাড়ী ডোমার উপজেলার হলহলিয়া গ্রামের কলোনী পাড়ায় কয়েকদিন অবস্থান করাকালীন সময়ে জ্বর, সর্দি, কাশিতে আক্রান্ত হলে, তাকে করোনা সন্দেহে আইসোলেশনে নিয়ে তার (যুবকের) নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বায়োলজী বিভাগে স্থাপিত পিসিআর মেশিনে করোনা টেষ্ট’র জন্য প্রেরণ করলে, ১৪ এপ্রিল তার (যুবকের) করোনা পজিটিভ রির্পোট প্রাপ্ত হয় জেলা স্বাস্থ্য বিভাগ। এ ঘটনায় ওই যুবকের নানীর বাড়ীসহ তার সংস্পর্শে আসা দুটি গ্রামের আরো ৩৪ জনের বাড়ী চিহ্নিত করে লকডাউন ঘোষণা করেন উপজেলা প্রশাসন। আক্রান্ত যুবকের বাড়ী জেলা সদরের টুপামারী ইউনিয়নের দোলুয়া দোগাছি ঠাকুরপাড়া গ্রামে। সে ঢাকাস্থ একটি ইট-ভাটায় শ্রমিক হিসেবে কাজ করত।

এদিকে, উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের বেতগাড়া ও হলহলিয়া গ্রামের ৩৫টি বাড়ীকে লকডাউন ঘোষণার পর ওই পরিবার গুলোর সদস্যদের ১৪ দিনের জন্য বাড়ীতে অবস্থান করার নির্দেশানও প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার শাহিনা শবনম। এসময় উপস্থিত ছিলেন ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোস্তাফিজার রহমান, পুলিশ পরিদর্শক (তদন্ত) বিশ্বদেব রায়, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা. মোহাম্মদ ইব্রাহীম, ইউপি সদস্য আঃ হাই সরকার, স্বাস্থ্য সহকারী আনজারুল হক মিলন, জিকরুল হক স¤্রাট প্রমুখ। 

প্রসঙ্গত: গত ১৪ এপ্রিল জেলা সদরে করোনা আক্রান্তের ঘটনায় জেলায় করোনার প্রাদুর্ভাব রোধ কল্পে (কমিউনিটি ট্রান্সমিশন) গোষ্ঠী সংক্রমন এড়াতে পুরো জেলাকে লকডাউন ঘোষণা করেছেন জেলা প্রশাসক, মোহাম্মদ হাফিজুর রহমান চৌধুরী।