নীলফামারী: করোনায় কর্মহীন হয়ে পড়া নীলফামারী ১ আসন (ডোমার-ডিমলা)’র ৫ হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী পৌছে দিয়েছেন মুক্তিযোদ্ধা সন্তান কামান্ডের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সরকার ফারহানা আখতার সুমী। নিজস্ব অর্থায়নে খোলা মাঠে ও বাড়ী বাড়ী গিয়ে সামাজিক দুরত্ব বজায় রেখে উপহার স্বরুপ খাদ্য সামগ্রী পৌছে দিয়েছেন তিনি।
পরিবারের সদস্যদের সাথে নিয়ে গত ১৭ এপ্রিল থেকে আজ বুধবার (২২ এপ্রিল) ক্রমাগত নীলফামারী ১ আসনে (ডোমার-ডিমলা)’র প্রত্যন্ত অ লের গৃহবন্দী ও কর্মহীন অসহায়দের বাড়ী বাড়ী গিয়ে সাবান, মাস্কসহ চাল, ডাল, তেল ও সবজি বিতরণের এ কার্যক্রম অব্যাহত রেখেছেন তিনি।
ডোমার উপজেলার ভোগডাবুড়ি ইউনিয়নের বসুনিয়া পাড়া গ্রামের মৃত তফুর মামুদের স্ত্রী সুফিয়া বেওয়া বলেন, “মোর দুইটা বেটা, (দুইটা ছেলে), মেলাদিন থেকি (অনেক দিন থেকে) বাড়ীত (বাড়ীতে) বসি আছে (কর্মহীন)। হামরা (আমরা) দিন মিলি, দিন খাই। রিসকা (রিক্সা) নিয়া বাজারত (বাজারে) গেলে পুলিশ থাকির (থাকতে) দেয় না। সুমি বেটি (সুমি মেয়ে) তার বাবা মুক্তিযোদ্ধা গোলাম রব্বানীসহ বাড়ী বাড়ী যেয়া (বাড়ী বাড়ী গিয়ে) চাউল, ডাউল, ত্যাল (তেল) সাবান, আলু, পেয়াচ, মরিচসহ মেলাকিছু (অনেক কিছু) দিছে (দিয়েছে)”।
কথা হয় মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের কেন্দ্রীয় কমিটি সাধারণ সম্পাদক ও বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রয় সহ-শিক্ষা প্রশিক্ষণ ও পাঠাগার সম্পাদক সরকার ফারহানা আখতার সুমী’র সাথে, তিনি বলেন, “দেশে করোনার প্রাদুর্ভাব ঠেকাতে ঘরে থেকে কর্মহীন হয়ে পড়েছে নীলফামারী ১ আসন (ডোমার-ডিমলা)’র খেটে খাওয়া শ্রমজীবী হাজার হাজার মানুষ। এসব অসহায় মানুষদের উপহার স্বরুপ খাদ্য সামগ্রী পৌছে দেয়ার দৃঢ় প্রত্যয় নিয়ে পরিবারের সদস্য ও স্থানীয় আওয়ামীলীগের নেতা-কর্মীদের সাথে নিয়ে নিজস্ব অর্থে করোনায় কর্মহীন হয়ে পড়া খেটে খাওয়া অসহায় মানুষদের বাড়ী বাড়ী গিয়ে সামাজিক দুরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী পৌছে দিয়েছি। ডোমার-ডিমলার এসব অসহায় মানুষদের মাঝে স্বীয় সাধ্যমত উপহার সামগ্রী পৌছে দিতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি”।
নীলফামারী-১ আসনের জোড়াবাড়ী, নাউতারা, পশ্চিম ছাতনাই, খগাখড়িবাড়ীসহ দুটি উপজেলার প্রায় ২০টি ইউনিয়নের ৫ হাজার কর্মহীন হয়ে পড়া অসহায় পরিবারের মাঝে উপহার স্বরুপ খাদ্য সামগ্রী পৌছে দিয়েছেন ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালীন সময়ে ৬ নম্বর সেক্টরের কোম্পানী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী’র মেয়ে, মুক্তিযোদ্ধা সন্তান কামান্ডের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সরকার ফারহানা আখতার সুমী।