রাজস্থলী রাংগামাটি প্রতিনিধি-
পুরো নভেল করোনা ভাইরাসের সংকট মোকাবেলায় রাজস্থলী উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন এলাকায় কর্মহীন দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে রাজস্থলী উপজেলার মহবত পাড়া নিবাসী মরহুম অালহাজ্ব নুরুল ইসলাম চৌধুরী,( ডিলার) এর পুত্র কাতার প্রবাসী অাবদুল শাকুর চৌধুরীর উদ্যােগে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে।শুক্রবার(২৪ এপ্রিল) সকাল ১০ ঘটিকার সময় রাজস্থলী বাজার সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে,সামাজিক দুরত্ব বজায় রেখে শতাধিক কর্মহীন ও অসহায় পরিবারদের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরন করেন।খাদ্য সামগ্রী বিতরনে রাজস্থলী উপজেলা চেয়ারম্যান উবাচ মারমা,,থানা অফিসার ইনচার্জ মফজল অাহামদ খান,,মহিলা অাওয়ামীলীগের সভানেত্রী লংবতি ত্রিপুরা,,মেম্বার চিত্র মহন তনচংগ্যা,,,অাবুল হাসেম মেম্বার,,মৌলনা নুরুলহক,,ফজল কাদের,,বাবু,,লেদু মিয়া,,তসলিম উদ্দিন, টিটু,,,মিজানুর রহমান ও ইলিয়াজ সওদাগর,, অাজিজুল হক চৌধুরীসহ প্রিন্ট ইলেকট্রনিকস সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এ সময় উপজেলার চেয়ারম্যান উবাচ মারমা জানান ,সমাজের প্রতি টি ব্যক্তি যে যার অবস্থান থেকে কর্মহীন হত দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাড়াঁলে এ করোনা দুর্যোগের মুহুর্তে মানুষের কষ্ট অনেক টা লাঘব হবে, করোনার এ ভয়াবহ পরিস্থিতি মোকাবেলা না হওয়া পর্যন্ত সরকার ও বিত্তবানরা সকলে এগিয়ে অাসবে।
সরকারের পাশা পাশি বর্তমান পরিস্থিতি মোকাবেলায় সমাজের বিত্তবানদের এগিয়ে এসে অসহায় হত দরিদ্রের পাশে থাকা উচিত,,,কাতার প্রবাসী অাবদু শাকুর মুঠোফোনে সাংবাদিক কে বলেন,,অামি ইতোপূবে খাদ্য সামগ্রী দিয়েছি অারো দেব,,তবে সকল কে সামাজিক দুরত্ব বজায় রেখে চলাফেরা করতে হবে,, অাল্লাহর উপর ভরসা রাখতে হবে,,, যাতে অাল্লাহ বিশ্বের সকল কে এ মহামারি থেকে রক্ষা করে।এ খাদ্য সামগ্রী বিতরনে সার্বিক সহযোগিতায় ছিলেন,,কাতার প্রবাসী অাবদু শাকুর চৌধুরীর পরিবার ও অাশে পাশের প্রতিবেশীদের কে দেখা যায়।