রাজস্থলী, রাংগামাটি প্রতিনিধি- পুরো বিশ্বে কোভিট ১৯ করোনা ভাইরাস মহামারি উত্তরনে রাঙ্গামাটি জেলাতে রাজস্থলী উপজেলার, তিনটি ইউনিয়নের মধ্যে ঘিলাছড়ি,,গাইন্দ্যা ইউনিয়নের নি:স্ব অসহায় হতদরিদ্র কর্মহীন মানুষের মাঝে ( এইচ জি পি) হিন্দু জাগো পরিষদের উদ্যােগে প্রায় তিনশত ত্রিশ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। বর্তমান বিশ্বে করোনা ভাইরাসের প্রার্দুভাবের কারনে মানুষ অাজ কর্মহীন হয়ে পড়েছে,। বিভিন্ন পাড়া মহল্লায় গিয়ে গিয়ে তারা খোজ খবর নিচ্ছে,, সরকারের পাশা পাশি এ হিন্দু জাগো পরিষদ তাদের পাশে দাড়িঁয়ে মানবতার দৃষ্টান্ত স্থাপন করেছে।হিন্দু জাগো পরিষদের একজন সদস্য সাংবাদিককে জানান,, সংগঠনের পক্ষ থেকে অারো খাদ্য সামগ্রী বিতরন করা হবে। তাই স্থানীয় এলাকাবাসীরা জানিয়েছেন হিন্দু জাগো পরিষদরা হত দরিদ্রদের মাঝে মানবতায় সেবাই সংগঠনটি এগিয়ে আসার জন্য সকলে প্রসংশা অভিনন্দন জানাই।