রাজস্থলী রাংগামাটি  প্রতিনিধি,,,
-এখন আরো  দিন দিন পুরো বিশ্বজুড়ে করোনাভাইরাসের প্রাদুর্ভাব ছাড়িয়ে পড়ার কারণে যে মহামারি রূপ ধারণ করেছে। বাংলাদেশও সেই একি কায়দায় নিমজ্জিত। যার ফলে সমাজের নিম্ন আয়ের সাধারণ জনগোষ্টী চরম ভোগান্তির মধ্যে তথাপি দিশেহারা অবস্থায় দিন যাপন করছে। ঘরবন্দি হতাশাগ্রস্থ এ জনতার মাঝে আশার সঞ্চালন করে,,উপজেলার ১ নং ঘিলাছড়ি ইউনিয়নের মহব্বত পাড়া নির্বাসী মরহুম অালহাজ্ব নুরুল ইসলাম চৌধুরী,( ডিলারের) এক মাত্র পুত্র,, অাবদু শাকুর চৌধুরীর উদ্যাগে  তথাপি উপজেলার ১ নং ঘিলাছড়ি ইউনিয়ন ও ২ নং গাইন্দ্যা ইউনিয়নের প্রান্তিক জনগোষ্ঠীর দুঃখ লাঘবের লক্ষে বৃহস্পতিবার (১৬ এপ্রিল)  সকাল ১০ টায়  রাজস্থলী বাজার সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে সামাজিক দুরত্ব বজায় রেখে প্রায় ১০০ শত অসহায় গরীব পাহাড়ী বাঙ্গালী পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী  যেমন অালু,পিয়াজ লবন তৈল চাউল বিতরণ করেন  রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা,,এ সময় অারো উপস্থিত ছিলেন,,উপজেলা নির্বাহী অফিসার শেখ ছাদেক,,থানা অফিসার ইনচার্জ মফজল অাহাম্মদ খান,, এস অাই,,শাহঅালম,,,,বাজার মসজিদ পরিচালনা কমিটির সভাপতি  ফজল কাদের,,প্রেস ক্লাব  সভাপতি সাংবাদিক অাজগর অালী খান,,অাজিজুল হকচৌধুরী,লেদু মিয়া, রাসেল অাহাম্মদ,,তসলিম উদ্দিন টিটু,, মিজানুর রহমান,,খায়েজ অাহাম্মদ প্রিন্ট ইলেকট্রনিকস সাংবাদিকসহ আরো অনেকে 
ত্রান প্রদানকারী  অাবদু শাক্কুর চৌধুরী কাতার থেকে টেলিফোনে 
জনতার উদ্দেশ্যে বলেন, সকল প্রকার সংকটাপন্ন সময়ে আমি আপনাদের পাশে আছি।আপনারা এই মহামারি থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করুণ।এবং যথেষ্ট সচেতনতার সহিত আগামীর দিনগুলো অতিবাহিত করুণ।সামাজিক দুরত্ব বজায় রাখুন,,সরকারি  অাদেশ মেনে চলুন,,অাল্লাহর উপর ভরসা রাখুন,, অাল্লাহ অামাদের সকলের এ মহামারী করোনা ভাইরাস থেকে রক্ষা করবেন,,,,সরকারের পাশা পাশি এ ত্রান বিতরন করে এলাকার গরীব মেহনতী মানুষের পাশে তিনি সার্বক্ষনিক  থাকেন,,।মসজিদ মাদ্রসা বিভিন্ন ধর্মীয় প্রতিষ্টানে সাহায্য সহযোগিতা দিয়ে অাসেন।এ  বিতরনে  সার্বিক সহযোগিতায় ছিলেন,,অাবুল হাসেম মেম্বার । কয়েক দিন  অসহায় হত দরিদ্র পরিবারের মাঝে অারো ত্রান চলমান বিতরন করা হবে বলে সাংবাদিককে জানান।