ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসিমউদদীন হলের আইইআরের ২০১৮-১৯ সেশনের ইমাম হোসেন নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে।

সোমবার সকালে ইমাম হোসেনের পরিবার থেকে বিষয়টি জানা গেছে। কবি জসিম উদ্দীন হলের প্রভোস্ট অধ্যাপক ড. আব্দুর রশিদ বলেন, বিষয়টি আমি শুনেছি। সে তার গ্রামের বাড়িতে আত্মহত্যা করেছে।

তার বাড়ি বরিশাল জেলায় এবং নটরডেম কলেজ থেকে এইচএসসি পাস করেছেন।
ইমাম হোসেনের ফেসবুক ঘুরে দেখা গেছে, তিনি আত্মহত্যা নিয়ে একাধিক স্ট্যাটাস দিয়েছেন।
তার কভার ফটোতে লেখা আছে "তোমাকে পাবো পাবো ভেবে আত্মহত্যার তারিখটা পিছিয়ে দেই"।
তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সহপাঠীদের মাঝে।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, আমরা বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি। মর্মান্তিক এবং সাংঘাতিক বেদনাদায়ক খবর। আমাদের মেধাবী ছাত্রদের এখন বেঁচে থাকার সময়। এটি সত্যিই অনেক দুঃখজনক।