২০২১ সাল নয়, আগামী মৌসুম থেকে অন্য ক্লাবে খেলতে চান বার্সেলোনার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। সেই লক্ষ্যে এরই মধ্যে ন্যু ক্যাম্পের ব্যক্তিগত লকার থেকে নিজের জিনিসপত্র নিয়ে গেছেন তিনি। এমন দাবি করেছে ব্রাজিলিয়ান গণমাধ্যম স্পোর্টস ইন্টারেক্টিভ। তবে মেসিকে বার্সায় রাখতে ক্লাবে বড় ধরণের পরিবর্তনের আভাস দিয়েছে কর্তৃপক্ষ। এমন দাবিও করেছে গণমাধ্যমটি।

ফুটবলীয় সম্ভ্রম হারা একটা দল। চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের কাছে যে লজ্জায় ডুবেছে কাতালনরা। তাতে অন্তত একটা বড়সড় নাড়া খাচ্ছে ক্লাবটিতে তা অনুমেয়ই। গুঞ্জণ উঠছে নানা। বড় আলোচনায় লা মসিয়ার চিরচেনা লিওনেল মেসির ন্যু ক্যাম্প ছাড়ার খবর।
লিসবনের ওই লজ্জার রাতের পর নানা কথা বলছেন সাবেক সতীর্থরা। সরব হয়ে উঠেছে বিশ্ব গণমাধ্যম। বার্সেলোনায় শৈশব কৈশোর আর যৌবনের বড় অংশ কাটানো লিও'র মনে জমেছে রাজ্যের হতাশা। ছাড়তে পারেন ন্যু ক্যাম্প।

গেলো কয়েক দিনে এমন খবরে হয়তো বিরক্তই হওয়ার কথা মেসি। তবে গরম খবর দিয়েছে ব্রাজিলিয়ান গণমাধ্যম স্পোর্টস ইন্টারেক্টিভ। ২০২১ সাল পর্যন্ত চুক্তি থাকলেও এখনই বার্সা ছাড়তে চান লিওনেল মেসি। বিশেষ এই খবরকে শিরোনাম করেছেন গণমাধ্যমটি। মার্সেলো ব্যাচলার নামের রিপোর্টারের দাবি ক্লাব ছাড়তে ব্যক্তিগত লকার থেকে সবকিছু নিয়ে গেছেন মেসি।
এর আগে বার্সেলোনা ছেড়ে নেইমারের পিএসজিতে যাওয়ার খবর দিয়ে ছিল এই সাংবাদিক। তার এমন খবরে এখন গুঞ্জনটা আরও জোরালো হলো।

২০২১ সাল পর্যন্ত ৭০০ মিলিয়ন ইউরোতে এই আর্জেন্টাই তারকার সাথে চুক্তি করে রেখেছে বার্সেলোনা। তবে তাকে এখন দল বদল করতে হলে একেবারে ফ্রিতে যেতে হবে।
তবে মেসিকে ন্যু ক্যাম্পে রাখতে শক্তিশালী স্পোটিং প্রোজেক্ট দেখানো হবে। যেখানে নতুন মৌসুমে ক্লাবের নানা বিষয় পরিবর্তন আসবে বলে জানা গেছে। এই প্রজেক্ট কতটা সন্তুষ্ট করে তা অবশ্য দেখার পালা।

তাছাড়া আর্থিক ভাবে বড় লোকসানের মুখে রয়েছে বার্সেলোনা। করোনা ভাইরাসের কারণে অনেকটা সংকুচিত দলবদল করেছে ক্লাবটি। এমতাবস্থায় যদি বড় কোন ফুটবলার ছাড়তে হয় তা হলে অনেকটা বিপাকে পড়বে স্প্যানিশ জায়ান্টরা।
যদিও লিওনেল মেসি, স্টেইগেন, ডি ইয়ং, লেঙ্গলেটকে ছাড়া বাকি সবাইকে গ্রীষ্মকালীন দল বদলে ছাড়ার পরিকল্পনা করেছে ক্লাবটি।এমন দাবিও তুলছে বেশ কিছু স্প্যানিশ গণমাধ্যম।