বার্ধক্যজনিত নানান রোগে মারা গেলেন দেশের প্রথম নারী আলোকচিত্রী সাইদা খানম। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।


সোমবার রাতে তিনি মারা যান বলে তার স্বজন নিশাত জাহান রানা জানিয়েছেন।  মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

১৯৩৭ সালের ২৯ ডিসেম্বর পাবনায় জন্মগ্রহণ করা এই নারী বেগম পত্রিকার মাধ্যমে আলোকচিত্র সাংবাদিক হিসেবে কাজ শুরু করেন। এরপর তার ছবি ছাপা হয় অবজারভার, ইত্তেফাক, সংবাদসহ বিভিন্ন পত্রিকায়।

আলোকচিত্রী হিসেবে দেশে-বিদেশে বিভিন্ন আন্তর্জাতিক সেমিনারে অংশ নেন সাইদা খানম। সত্যজিতের একাধিক ছবিতে আলোকচিত্রী হিসেবেও কাজ করেন তিনি।