শারীরিক অসুস্থতার কারণে জাপানের প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াচ্ছেন শিনজো আবে। আজই সংবাদ সম্মেলনে দিবেন আনুষ্ঠানিক ঘোষণা।

দীর্ঘদিন থেকেই অসুস্থতায় ভুগছিলেন তিনি। কিন্তু, গেলো সপ্তাহে দু’বার হাসপাতালে চিকিৎসার জন্য গেলে বাড়ে পদত্যাগের গুঞ্জন। এর আগেও, ২০০৭ সালে শারীরিক অসুস্থতার কারণে ক্ষমতা থেকে অব্যাহতি নেন শিনজো। ৬৫ বছরের এই রাজনীতিক ২০১২ সাল থেকে টানা জাপানের সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।