
উয়েফা ডটকমে ফুটবলপ্রেমীদের ভোটে এবারের মৌসুমের সেরা গোলদাতা হন সাবেক রিয়াল মাদ্রিদ তারকা। প্রাথমিকভাবে নির্বাচিত ১০টি গোলের মধ্যে অলিম্পিক লিওঁর বিপক্ষে রোনালদোর দূরপাল্লার একটি গোল বেছে নেন ভক্তরা। অন্যদের চেয়ে রোনালদো প্রায় চার লাখ ভোট বেশি পেয়েছেন বলে জানায় উয়েফা।
শেষ ষোলোর লড়াইয়ে লিওঁর বিপক্ষে হেরে গেলেও রোনালদোর দ্বিতীয় গোলটি মনে ধরেছে ভক্তদের। ঘরের মাঠে ডি-বক্সের বাইরে থেকে সিআর সেভেনের দূরপাল্লার শট প্রতিপক্ষের জালে জড়ায়।